স্টাফ রিপোর্টার
২২ এপ্রিল শুক্রবার পার্বতীপুরের ভবের বাজারের ব্যাংক এশিয়ায় জাগো রংপুরের উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাগো রংপুরের নির্বাহী সম্পাদক লিমন হায়দারের সঞ্চালনায় পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক ফেরদৌস আলীর সভাপতিত্বে
বক্তব্য রাখেন-পার্বতীপুর প্রেসক্লাবের সভাপতি ও জনকণ্ঠের রিপোর্টার আ.শ.ম হায়দার,যুগান্তরের রিপোর্টার ও সিনিয়র সাংবাদিক মুসলিমুর রহমান,এশিয়ান টিভির রংপুর ব্যুরো প্রধান ও জাগো রংপুরের ব্যাবস্থাপনা পরিচালক বাদশা ওসমানী, ইফতার মাহফিলের আয়োজক ও জাগো রংপুরের ব্যাবস্থাপনা সম্পাদক হারুন -অর- রশিদ।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আপন এক্সপ্রেস কুরিয়ার এন্ড পার্সেল লিঃ এর (এম.ডি) মোঃ মোস্তফা কামাল আপন ,ইনকিলাব প্রতিনিধি আঃ জলিল,সাংবাদিক জাকারিয়া হোসেন,হেলাল উদ্দিন,তারেক মেনহাজ,মোহাম্মদ আখতারুজ্জামান সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।ইফতার পূর্ব দেশ ও জাতির মঙ্গল কামনা করে এক বিশেষ দোয়া পরিচালনা করেন মাও.আখতার হোসেন।