মিঠু মুরাদ লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের বাগডোরা এলাকায় তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রি করার কারণে দুই ব্যক্তিকে মোট ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার ( ২৬ জানুয়ারী ) দুপুর ২ টায় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুবেল রানা এই অভিযান পরিচালনা করেন। গত ১ সপ্তাহ আগেও চর গোকুন্ডায় এরকম অভিযান পরিচালনা করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
লালমনিরহাট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুবেল রানা জানান, সরকারি নির্দেশ অমান্য করে বালু ব্যবসায়ীরা তিস্তা নদী থেকে প্রতিদিন বালু উত্তোলন করে আসছিলেন। বারবার সতর্ক করার পরেও কর্ণপাত না করে ব্যবসায়ীরা নিজেদের স্বার্থে বালু উত্তোলন কাজ অব্যাহত রাখেন।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু ব্যবসায়ীর প্রত্যেককে পঞ্চাশ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।