মোঃ মোস্তফা কামাল আপন ব্যুরোপ্রধান রংপুর ডিভিশন
আদিবাসি সমাজ উন্নয়ন সমিতি চিরিরবন্দর উপজেলা শাখার উদ্যেগে গত মঙ্গলবার ১৪
সেপ্টেম্বর ২০২১ ইং তারিখে সকাল সাড়ে দশটায় নর্দান ডেভলপমেন্ট
ফাউন্ডেশন এর বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ সামাজিকভাবে হেয় ও
ধর্মানুভুতিতে আঘাত হানার জন্য প্রতিকার চেয়ে চিরিরবন্দর উপজেলা
নির্বাহী অফিসারের কাছে স্মারক লিপি প্রদান করেন। স্মারক লিপি
প্রদানের পূর্বে উপজেলা হল রুমে প্রতিবাত সমাবেশে কয়েকশ
আদিবাসি উপস্থিত ছিল।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন যোসেফ হাঁসদা, প্রধান অতিথি
ছিলেন হানোক সরেন, বিশেষ অতিথি মি: রবিন মূর্মূ, মিসেস
মারিয়াম মার্ডি, বারাক্কা হেমরম, লক্ষন মার্ডি। সমাবেশে নেতৃত্ব দেন
আদিবাসি সমাজ উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশে
মাইনোরেটি ওয়াচ ও বাংলাদেশ খৃষ্টান এসোসিয়েশনের সভাপতি মি:
ডুই টুডু প্রমূখ। বক্তারা বলেন; এনডিএফ আমাদেরকে ভিক্ষুকের জাতি
হিসেবে দেশ ও বিদেশে প্রচার করে কোটি কোটি টাকা এনে তা
আত্মসাৎ করছে। মিথ্যা কথা বলে সমাজের কাছে হেয় প্রতিপন্নই শুধু
করছেনা মিথ্যা অপবাদ দিয়ে ধর্মানুভুতিতে প্রচন্ড আঘাত করেছে।
স্মারক লিপিতে উল্লেখ করা হয়, ঋণের নামে চক্রবৃদ্ধি হারে ঋণ দিয়ে
আরো সর্বনাশ করেছে। এনডিএফ আদিবাসিদের কাছে এক আতংকের
নাম। ঋণ কার্যক্রম বন্ধ করে আদিবাসিদের ন্যায্য পাওনা বুঝে দেওয়ার জোর
দাবী জানানো হয়। সমাবেশে এনডিএফ এর ঋণ কার্যক্রম বন্ধ করারও জোর
দাবী জানানো হয়। চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার জনাবা
আয়েশা সিদ্দিকা স্মারকলিপি গ্রহন করে সুষ্ঠু তদনের মাধ্যমে ব্যবস্থা
গ্রহনের আশ্বাস প্রদান করেন।