মোঃ মোস্তফা কামাল আপন ব্যুরোপ্রধান রংপুর ডিভিশন
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে এবং করোনা ভাইরাসে কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে দিনাজপুর বিজিবি । ১৫ আগস্ট বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক দেশব্যাপী গরীব দুস্থ্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের অংশ হিসেবে সেক্টর সদর দপ্তর, দিনাজপুর এবং দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় দিনাজপুর বিজিবির, প্রশিক্ষণ মাঠে খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করেন , কর্নেল মোহাম্মদ মোবারক হোসেন ভূঁইয়া,পিএসসি, সেক্টর কমান্ডার,বিজিবি দিনাজপুর সেক্টর । এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রেজাউল করিম, উপ-অধিনায়ক মেজর সামসুজ্জামান মোহাম্মদ আরিফ উল্ ইসলাম এবং ইলেকট্রিক, প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
দিনাজপুর সেক্টর ও ৪২ বিজিবির পার্শ্ববতী এলাকার ১২৫টি পরিবারকে প্রতি পরিবারের জন্য খাদ্য সামগ্রী ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, আলু ২ কেজি সাবান ১টি এবং মাক্স ১টি বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে বিজিবির সহায়তা প্রদান অব্যাহত থাকবে।