রাজশাহী প্রতিনিধি
৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদ, বিভিন্ন দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুর ২টায় বিভিন্ন দাবিতে এ স্বারকলিপি প্রধান করা হয়।
স্বারকলিপি প্রদান শেষে পরিচালক এর সাথে সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ মতবিনিময় করেন। উক্ত মতবিনিময়ে পরিচালক সংগ্রাম পরিষদের দাবি-দাওয়া বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টার প্রতিশ্রুতি দেন এবং সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ ও তাকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ পরিচালককে বলেন, আপনার কর্মকান্ড ইতোমধ্যে রাজশাহীর মানুষের মধ্যে আস্থার সৃষ্টি করেছে এবং প্রশংসিত হয়েছে। ভবিষ্যতে যে কোন ধরনের সহযোগিতা দিতে সংগ্রাম পরিষদ প্রস্তুত রয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ রাকসু’র সাবেক ভিপি রাগীব আহসান মুন্না, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মোহা. আসাদুজ্জামান আসাদ, সাবেক ছাত্রনেতা মেরাজুল আলম মেরাজ, কামরান হাফিজ, শাহরিয়ার রহমান সন্দেশ, ফারুক হোসেন, সজিব প্রমুখ।
উক্ত স্বারকলিপি পাঠ করেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শফিকুজ্জামান শফিক।