মোঃ মাসুদ রানা দিনাজপুর জেলা প্রতিনিধি
বিরলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী ও শাশুড়ী কর্তৃক নির্যাতনে গুরত্বর আহত হয়েছে পুত্রবধু শাহনাজ বেগম।
গুরুত্বর আহত পুত্রবধু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
বিরল উপজেলার সদর ইউনিয়নের পুর্ব মহেষপুর গ্রামের বৈরডাঙ্গী পাড়ায় বৃহস্পতিবার এ ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, আহত শাহনাজের স্বামী মেহেরুল ইসলাম ভাত খেতে চাইলে ভাত রান্না করতে বিলম্ব হওয়ায় শাহনাজ বেগম তার শাশুড়ীর কাছে ভাত ধার চাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাক বিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে স্বামী মেহেরুল ইসলাম ও শাশুড়ী মেহের নেগার উত্তেজিত হয়ে পুত্রবধু শাহনাজের উপর শারীরিক নির্যাতন করা হয়। শাহনাজ বেগমের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে স্বামী ও শাশুড়ীর হাত থেকে শাহনাজকে রক্ষা করে। শাহনাজ বেগম গুরুত্বর আহত হওয়ায় তাকে চিকিৎসার জন্য বিরল উপজেলা ৫০ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।