নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরে মুক্তিযোদ্ধাদের মাঝে খাদ্য সামগ্রী এবং সাংবাদিকদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ।
নাটোরে মুক্তিযোদ্ধাদের মাঝে খাদ্য সহায়তা এবং সাংবাদিকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য ইমরান সোনার।
আজ ২৯(জুলাই) বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ছাতনী দিয়ার তার নিজ গ্রামে মুক্তিযোদ্ধাদের খাদ্যসামগ্রী ও সাংবাদিকদের করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করেন এবং নিজ বাসায় মুক্তিযুোদ্ধা ও সাংবাদিকদের দুপুরে মধ্যেভোজন আয়োজন করেন।
এসময় মুক্তিযুোদ্ধারা সহ প্রত্যেক ইউনিটির মুক্তিযোদ্ধা কমান্ডার গন এবং নাটোর ইউনাইটেড প্রেসক্লাব, নাটোর প্রেসক্লাব এবং নলডাঙ্গা প্রেস ক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাতনী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দুলাল সরকার,
বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ নাটোর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জামিল হায়দার জনি সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।