আবুল হাশেম রাজশাহী ব্যুরো
বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে পালিত হলো বাংলা চ্যানেলের তৃতীয় বর্ষে পদার্পণ অনুষ্ঠান। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাজশাহীর বাঘায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূল আয়োজনে ছিলেন বাংলা চ্যানেলের প্রধান বার্তা সম্পাদক আশিক আহমেদ ও পাবনা জেলা প্রতিনিধি মোহাম্মদ ইয়াসিন শেখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলো বাঘা রিপোর্টার্স ক্লাব। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আর কেক কাটার মাধ্যমে সম্পন্ন হয় পুরো আয়োজন। এসময় বক্তারা বাংলা চ্যানেলের সাফল্য কামনা করেন। এসময় এম দিলদার ইসলামকে বাংলা চ্যানেলের বাঘা উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাঘা রিপোর্টস ক্লাবের সভাপতি মোঃ মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এম ইসলাম দিলদার, যুগ্ন সম্পাদক হাবিল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক সাজ্জাদ মাহমুদ সুইট, সদস্য কে এমএম রহমান আবুল হাসেম, রাশেদুল হক, মাসুম, প্রভাষক মাইনুল হাসান দিপু, জন প্রতিনিধি মেহেদি হাসান লোকমান সহ অনেকে। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রিমন হোসেন, জাতীয় দৈনিক সবুজ নিশানের ইশ্বরদী প্রতিনিধি সাব্বির আহমেদ। বর্ষপুর্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা চ্যানেলের প্রধান বার্তা সম্পাদক আশিক আহমেদ।