রাজশাহী প্রতিনিধি :
পণ্যবাহী ট্রাক বা পিকআপকে লকডাউনের আওতামুক্ত রাখা হয়েছে এর ফলে প্রভাব পড়নি রাজশাহীর বাঘার কাঁচা বাজারে। মঙ্গলবার (৬জুলাই) উপজেলার কয়েকটি বাজারে এর বাস্তব চিত্র দেখা গেছে। স্বাভাবিক সময়ের মত ব্যবসায়ীরা একই দামে বিক্রি করছেন বলে জানা গেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্য কাঁচাসবজি ছাড়া ক্রমাগত মূল্যবৃদ্ধি ভাবিয়ে তুলেছে বাঘার নিম্ন ও মধ্যম আয়ের মানুষকে।
বাঘা বাজারের এক কাঁচা সবজি ব্যবসায়ী জিল্লুর রহমান জানান,করোনা কালিন সময়ে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমে গেছে। বাজারে ক্রেতাসমাগম কম।
বাঘা বাজারে কাঁচাসবজ্বি বেগুন প্রতি কেজি ৩০-৩৫ টাকায়, পটল ২০-২৫ টাকা, ঝিঙ্গা ২০-৩০ টাকা, কোল্ডস্টোরেজ আলু ২০ টাকা, কাঁকরোল ৪০-৫০ টাকা,মিষ্টি কুমড়া ১৫-২০ টাকা,কাঠুয়া ডাটা ১৫-২০ টাকা কেজি, কাঁচা মরিচ ৩০-৪০ টাকা,লেবু ১০-১৫ টাকা (হালি) টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়াও পিয়াজ প্রতি কেজি ৪৫-৫০ টাকা,রসুন ৫০-৬০,শুকনা মরিচ ১৫০-২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এ-ই দিকে আদার দাম কিছু দিন আগে ৬০ টাকা কেজি থাকলেও সামনে কুরবানির ঈদ উপলক্ষে ১০০-১২০ টাকা খুচরা বাজারে বিক্রি হচ্ছে।
উপজেলার তেঁথুলিয়া হাটে বাজার করতে আসা ক্রেতা রবিউল ইসলাম জানান, লকডাউনে কাঁচামালের দাম তেমন না বাড়লেও মাছ কিংবা গোশত হাটের দিকে নিম্ন শ্রেণির ব্যক্তিরা যেতে পারছে না কেননা এ-ই গুলো বেশি দামে বিক্রি হচ্ছে।