নীলফামারী প্রতিনিধি:
________
কঠোর অবস্হানে প্রশাসন।লকডাউন শতভাগ পালন করতে ও সরকারী নির্দেশ অমান্য কারিদের বিরুদ্ধে জরিমানা আদায় করতে মাঠে নেমেছেন পুলিশ সহ উপজেলা প্রশাসন।আজ ২ জুলাই বেলা ১১ টায় স্হানীয় থানা থেকে টহলে বের হয় পুলিশ। আগের দিন ১ জুলাই সারাদিনে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করেন উপজেলা প্রশাসন।
১ লা জুলাই বৃহস্পতিবার কঠোর লকডাউনের প্রথম দিনে বিনা কারনে, মাক্সবিহীন ঘোরাঘুরি ও সরকারী নির্দেশ অমান্য করে দোকান খোলার দায়ে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করেন উপজেলা প্রশাসন। জরিমানা আদায় ছাড়াও, যারা মাক্স ছাড়া বাহিরে বের হয়েছে, কিন্তুু কেন বের হয়েছে সে নিজেও জানে না অর্থাৎ জেরার মুখে কিছুই বলতে পারে না, তাদের তাৎক্ষনিক ভাবে শাস্তি প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন সৈয়দপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম। সঙ্গে ছিলেন পুলিশের সদস্য, উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স ইপিআই কর্মকর্তা আবু তাহের সিদ্দিকী।
পাশাপাশি ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন বিজিবি সদস্যরাও।জনগনের সচেতনতায় টহল দিচ্ছেন পুলিশ ছাড়াও সেনাবাহীনির সদস্যরা।আরো আছে ট্রাফিক বিভাগের সদস্যও।