স্টাফ রিপোর্টার:
নেত্রকোনার কেন্দুয়ায় করোনা বিস্তার রোধে লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার (১ জুলাই) সকাল হতে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন হাটবাজার ও মোড়ে মোড়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৭টি মামলায় মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে কেন্দুয়া উপজেলার প্রশাসন।
সকাল ৯টায় কেন্দুয়া পুরাতন বাসষ্ট্যান্ডসহ সদরের বিভিন্ন মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খবিরুল আহসান। তারপর কেন্দুয়ার বিভিন্ন সড়কে হ্যান্ড মাইক হাতে নিয়ে দায়িত্ব পালন করেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ।
এ সময় পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) হাবিবুল্লাহ খানসহ একদল পুলিশের ব্যাপক তাৎপরতা লক্ষ্য করা যায় স্বাস্থ্য বিধি না মানা এবং মাস্ক ব্যাতিত অহেতুক ঘুরা ফেরা করা লোককে ঘরে ফেরাতে। অপর দিকে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনউদ্দিন খন্দকার তার অফিস ষ্টাফ নিয়ে সকাল থেকে কেন্দুযা পৌরসদরসহ রামপুর বাজার এলাকায় ঘুরে ঘুরে মানুষকে ঘরে ফেরানোর চেষ্টা করেন।
এসময় তিনি বেশ কয়েকটি ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনউদ্দিন খন্দকার বলেন, করোনা বিস্তার রোধে সরকারী সকল সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা মাঠে রয়েছি। মানুষকে সচেতন করতে এবং স্বাস্থ্য বিধি মেনে চলতে নিরলস ভাবে আমরা কাজ করে যাচ্ছি। বিকাল ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, ভ্রাম্যমাণ আদলত চলমান রয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।