শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে জমি-জমার সংক্রান্ত বিরোধ কে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে গৃহবধু সহ আহত ৩ হওয়ার ঘটনায়, শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের দূর্লভপুর গ্রামের প্রতিপক্ষ, জহুরুল ইসলাম, মহিনুর ইসলাম, মজনু, সাবলু, মর্জিনা বেগম ও আফরোজা বেগম গং, দের সহিত দীর্ঘদিন যাবৎ জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এর একপর্যায়ে গতকাল পূর্ব পরিকল্পিত ভাবে জহুরুল ইসলাম এর নেতৃত্বে এক দল দুঃস্কৃতিকারী হাতে লাঠি-শোটা ও দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত ভাবে হামলা চালায়। এসময় গৃহবধু আমেনা, তার ছেলে আমিরুল ইসলাম ও পুত্রবধু মোরশেদা বেগম কে বেধরক ভাবে মারপিট করে আহত করে এবং হামলাকারীরা বাড়ি-ঘর ভাংচুর করে। প্রতিবেশী আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসার জন্য ভর্তি করে দেয়। এ ব্যাপারে গৃহবধু আমেনা বলেন, প্রতিপক্ষরা পূর্বের শত্রুতার জের ধরে প্রভাবশালী হওয়ায় অতর্কিত ভাবে হামলা চালায়। তিনি প্রশাসনের নিকট তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থার জানান। এ ব্যাপারে অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।