স্টাফ রিপোর্টার
_____
নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র ২৮ জুন শহর উন্নয়নে এবারে ১৩১ কোটি টাকার বাজেট ঘোষণা দিয়েছেন। ১৫ টি ওয়ার্ড নিয়ে গঠিত এ পৌরসভা।একেক টি ওয়ার্ড উন্নয়নে ২০২১/২২ অর্থ বছরে ৮ কোটি ৭৩ লাখ টাকা বরাদ্দ হয়েছে। সে অনুযায়ী আগামী ৫ বছরে একেক টি ওয়ার্ড উন্নয়নে মোট প্রায় ৪৪ কোটি টাকার বাজেট ধরা হয়। এ সব বরাদ্দ কৃত অর্থে যদি সঠিক ভাবে উন্নয়ন করা হয়, তাহলে সৈয়দপুর শহর সিংগাপুরে পরিনত হবেই হবে।
আর যদি আগামী ৫ বছরে বরাদ্দ কৃত বাজেট অর্থে উন্নয়ন না হয়, তাহলে ধরে নিতে হবে, যে থলেতে বাজেট অর্থ ছিল, সেটি পকেটস্হ হয়েছে অনেকের মাঝে। আর যদি উন্নয়ন হয়, তাহলে ধরে নিতে হবে, এ মেয়র কে আল্লাহ পাক সৈয়দপুরের উন্নয়নের জন্য ফেরেস্তাকে মানুষ রুপে পাঠিয়েছেন।
২৮ জুন রাতে এসব কথা বলেন শহরের একাধিক মানুষ।