আব্দুল মান্নান দিনাজপুর বিশেষ প্রতিনিধি :
করোনা ভাইরাস সংক্রমন ( কোভিড-১৯) প্রতিরোধে সরকার সারাদেশে ২৮ জুন সকাল ৬ টা হতে ১ জুলাই সকাল ৬ ৬ টা পর্যন্ত টানা ৩ দিনের লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন করতে প্রশাসন মাঠ পর্যায়ে কাজ করছে। লকডাউনে বিধি নিষেধ অমান্য করায় বিরলে ভ্রাম্যামান আদালত পরিচালনা করে প্রথমদিনে ৪ জনের কাছ থেকে ২৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানা।
সোমবার বিকেল বিরল পৌরশহরসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে স্বাস্থ্য বিধি মেনে বিভিন্ন মার্কেটের ক্রেতা-বিক্রেতাদের শতভাগ মাক্স পরিধান করে ক্রয়-বিক্রয় করার আহ্বান জানান তিনি।
এ সময় বিরল থানার অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা করেন।