সৌদি প্রতিনিধি’
প্রায় তিন বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন সৌদি আরবের নারী অধিকারকর্মী সামার বাদাউয়ি ও নাসিমা আল-সাদাহ। লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন এএলকিউএসটি টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছে।
এএলকিউএসটি গতকাল রোববার এক টুইটে বলেছে, ‘মানবাধিকারকর্মী সামার বাদাউয়ি ও নাসিমা আল-সাদাহ তাঁদের বিরুদ্ধে দেওয়া দণ্ডাদেশের মেয়াদ শেষ হওয়ার পর তাঁরা মুক্তি পেয়েছেন।’
সামার বাদাউয়ি ও নাসিমার বিরুদ্ধে বিদেশি শক্তির সঙ্গে আঁতাত ও বিদেশিদের অর্থে আন্দোলন পরিচালনার অভিযোগ আনা হয়েছিল।
এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ২০১৮ সালের আগস্টে আটক করা হয়েছিল বাদাউয়ি ও নাসিমাকে। সৌদি আরবের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত সন্দেহে ওই সময় তাঁদের সঙ্গে আরও কয়েকজন অধিকারকর্মীকে আটক করা হয়েছিল।