অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার এক’শত ৭৮ কোটি টাকার বাজেট ঘোষনা করা হয়। রবিবার (২৭শে জুন) বেলা ১১ টায় হোটেল টাইগার এর কনফারেন্স রুমে মোংলা পৌর মেয়র মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান এ বাজেট ঘোষনা করেন।প্রস্তাবিত এ বাজেট আয় ধরা হয়েছে এক’শত ৭৮ কোটি ২০ লহ্ম ৯৬ হাজার ৫০৬ টাকা। বাজেট ব্যয় ও ধরা হয়েছে যা আয় তাই।
বাগেরহাটের মোংলা পৌর মেয়র মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান বলেন, সরকারি – বেসরকারি বিভিন্ন প্রকল্প থেকে সবচেয়ে বেশি আয় হয়েছে – এক’শত ৫৯ কোটি সাত লহ্ম টাকা। আর ব্যয় হবে উন্নয়ন প্রকল্প’সহ অবকাঠামো নির্মান খাতে। সেখানেও এক’শত ৫৯ কোটি সাত লহ্ম টাকা সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে।
বাজেট ঘোষনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, কমলেশ মজুমদার (ইউএনও), আ ‘লীগের সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন’সহ মোংলা পৌরসভার কাউন্সিলর বৃন্দ।