খালেদ হাসান বগুড়াঃ
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে করোনা ইউনিটের আইসিইউতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোন ঘটনা না ঘটলেও আতঙ্কে রোগীরা ছোটাছুটি শুরু করে। রোববার (২৭ জুন) সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের দোতলায় আগুন লাগার ঘটনা ঘটে।
জানা যায়, হাসপাতালের দোতলায় আইসিইউ এর ২১৮ নং রুমে ৭জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ৭ নং বেড সংলগ্ন হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখে সেখানে চিকিৎসাধীন রোগীর অক্সিজেন মাস্ক খুলে বাহিরে বের হয়ে আসেন।