নীলফামারী প্রতিনিধি:
______
সৈয়দপুরে পঁচিশ বছর বয়সি এক বুদ্ধি প্রতিবন্ধি নারী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৪ জুন) আবু সালেহ (৬০) নামে এক ব্যাক্তিকে গ্রেফতারের পর নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষনের সাথে জরিত ব্যাক্তি সর্ম্পকে নানা হন বলে জানা গেছে।
সৈয়দপুর থানা সূত্র মতে, নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বুদ্ধি প্রতিবন্ধি নারীকেএকা পেয়ে জোর করে ধর্ষন করা হয়। একারনে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই নারী।
বিষয়টি তার পরিবার সহ এলাকায় জানাজানি হলে ধর্ষক আবু সালেহ এর কাছে যায় ধর্ষীতার মা। কিন্তু ধর্ষক সালেহ কোন কথা না শুনে হুমকি দিয়ে বাড়ি থেকে তাদের বের করে দেয়। পড়ে এলাকার গন্যমান্যদের পরামর্শে স্বানীয় থানায় গত বৃহস্পতিবার ধর্ষিতার মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯/১ ধারায় মামলা দায়ের করলে আবু সালেহকে আটক করে পুলিশ।
সুত্র মতে, ওই এলাকার মৃত তছির উদ্দিনের পুত্র আব সালেহ। একই এলাকার দরিদ্র পরিবারের বুদ্ধি প্রতিবন্ধির বাড়িতে নানার সর্ম্পক নিয়ে যাতায়াত করতো । দরিদ্র বাবা-মা কাজে গেলে ওই নারীকে বিয়ের প্রলোভন দিয়ে গত ৬ মাস ধরে ধর্ষণ করে আসছিল। এতে অন্তসত্তা হয় ওই নারী।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান বলেন, ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতাল পাঠানো হয়েছে এবং আদালতের মাধ্যমে ধর্ষনে অভিযোগে অভিযুক্ত কে নীলফামারী কারাগারে প্রেরণ করা হয়েছে।