আবুল হাশেম রাজশাহী প্রতিনিধি।
রাজশাহীর বাঘায় জেলা পুলিশের উদ্যোগে শনিবার (২৬ জুন) সকালে বাঘা পৌরভবনের সামনে করোনা ভাইরাসের (কোভিড ১৯) সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
স্বাস্থ্যবিধি মেনে মাস্ক বিতরণ করেন বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম এবং থানা পুলিশের একটি দল। বাঘা থানা পুলিশের মাস্ক বিতরণে অংশ গ্রহণ করেন উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল ।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, রাজশাহী পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে করোনার জন্য জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মাইকিন করাসহ মাস্ক বিতরণ করা হয়েছে।
আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং অন্যকে এই দূর্যোগ মোকাবেলা সচেতন করতে হবে।