দামুড়হুদা প্রতিনিধি :
দামুড়হুদা উপজেলায় রায়সা বিলের নৈশপ্রহরী আলম আলী (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৫ জুন) বিকেলে স্থানীয়রা বিলের পানিতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। মারা যাওয়া আলম আলী দামুড়হুদা উপজেলার সুবোলপুর গ্রামের সুখসাগর পাড়ার মৃত ফকির আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় আলম আলী রায়সা বিল পাহারা দেয়ার জন্য বাড়ি থেকে বের হন। রাতের কোনো এক সময় তিনি পানিতে পড়ে যেতে পারেন। সকালে বাড়ি যেতে দেরি হলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে কোথাও তাকে পাননি। পরে বিষয়টি বিল মালিকদের জানালে বিকেলে তার লাশ বিলের মধ্যে ভাসমান অবস্থায় দেখতে পায়। স্থানীয়রা দামুড়হুদা থানা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, স্থানীয়দের কাছ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।