মোঃ শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার
২৪ জুন’২১ সন্ধ্যার পর দ্বীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতালে কোভিড-১৯ বিজয়ী, করোনা যোদ্ধা, দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ হিন্দু কল্যান ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি, মাটি ও মানুষের নেতা মনোরঞ্জন শীল গোপাল এমপি কে সংবর্ধিত করল বীরগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।
সে সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জের জনপ্রিয় পৌর মেয়র মোশারফ হোসেন বাবুল।
অন্যান্যদের মধ্যে জেলা পরিষদ সদস্য মোঃ আতাউর রহমান বাবু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়শা আকতার বৃষ্টি, আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মোঃ ইয়াছিন আলী, জাকির হোসেন রাজা, ইউননিয়ন আঃলীগ সাধারণ সম্পাদক ইব্রাহীম সহ অনেকে।
সকল সদস্যের তাৎক্ষনিক সিদ্ধান্ত এবং আয়োজনে বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠিতা সভাপতি মোঃ আবেদ আলী এবং সভাপতি মোঃ মাজেদুর রহমানের নেতৃত্বে প্রিয় জননেতার আগমনে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে অংশ নেন সাংবাদিক ও কলামিস্ট মোশাররফ হোসেন, সাংবাদিক নাজমুল ইসলাম মিলন, রেজা মোঃ তৌফিক, , সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি রতন ঘোষ পিযুয, সাংবাদিক সিদ্দিক হোসেন, রনজিৎ সরকার রাজ, তোফাজ্জল হোসেন, কার্তিক ব্যনার্জি, বিকাশ ঘোষ, আঃ জলিল সহ অন্যরা।
সংক্ষিপ্ত আনফর্মাল মিটিংয়ে মনোরম পরিবেশে নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় ও আলোচনা কালে মাননীয় এমপি বলেন বাংলাদেশ আওয়ামী লীগ তথা জননেত্রী শেখ হাসিনা এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল।
দেশে ২০২১ সালের পর আর কোন গৃহহীন, ছিন্নমুল, অসহায় মানুষ থাকবে না।
সবাই আওয়ামী লীগের সাথে যুক্ত থেকে উন্নয়নের ধারা অব্যাহত রাখুন, আন্তরিক সহযোগিতা করুন।
আওয়ামী লীগ উন্নয়নের সরকার, জননেত্রী শেখ হাসিনা মেগা প্রকল্প পদ্মা সেতুর বাস্তবায়নকারী, ডিজিটাল বাংলাদেশের রূপকার।
ছবিতেঃ সচিত্র দৃশ্য উপস্থাপন করা হলো।